Skip to main content

Bangladesh Agricultural University — BAU Admission Circular 2018—19

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত দেখে নিনঃ

আবেদনের নূন্যতম যোগ্যতাঃ

  • ২০১৫/২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৭/২০১৮ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করতে হবে।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতিত সর্বমোট নূন্যতম জিপিএ ৯.০ পেতে হবে। তবে সকল আবেদনকারীকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আসন সংখ্যার সর্বোচ্চ ১০ (দশ) গুনক অর্থাৎ সর্বোচ্চ ১২৩০০ (বার হাজার তিনশত) জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত।


আবেদনের নিয়মাবলীঃ

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নিম্নবর্ণিত দুইটি পদ্ধতির যে কোন একটির মাধ্যমে আবেদন করা যাবেঃ 
  • অনলাইনের (online) মাধ্যমেঃ
    • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত ফরমটি যথাযথভাবে পূরণ করা হলেই আবেদনকারীর জন্য একটি বিল নম্বার (Bill Number) তৈরী হবে, যেটি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে।
  • SMS এর মাধ্যমেঃ
    • SMS এর মাধ্যমে আবেদনের জন্য আবেদনকারীর নিজস্ব মোবাইল (যে কোন অপারেটরের) ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে MMS <স্পেস> BAU <স্পেস> SSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> SSC পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর <স্পেস> SSC পাশের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর <স্পেস> HSC পাশের সাল <স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> কাঙ্খিত কোটার কীওয়ার্ড লিখে (কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে) 6969 নম্বরে SMS করতে হবে। তবে কোটায় আবেদন না করলে কোন কীওয়ার্ড লিখার প্রয়োজন নাই।
      সঠিক আবেদনকারীর ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে SMS এর মাধ্যমে উক্ত মোবাইলে একটি বিল নম্বর (Bill Number) প্রদান করা হবে, যেটি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে।

      কোটা সমূহের কীওয়ার্ড- মুক্তিযোদ্ধার সন্তান/নাতী/নাতনী হলে FF, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি ও অ-উপজাতি হলে HT এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ব্যতিত অন্যান্য অঞ্চলের উপজাতি হলে OT।

      শিক্ষা বোর্ডের কীওয়ার্ড- ঢাকা DHA, রাজশাহী RAJ, চট্টগ্রাম CHI, যশোর JES, কুমিল্লা COM, সিলেট SYL, বরিশাল BAR, দিনাজপুর DIN, মাদ্রাসা MAD, কারিগরি TEC
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
  • Step-1: ডায়াল *322# ।
  • Step-2: 1. Payment অপশন সিলেক্ট করতে হবে।
  • Step-3: 1. Bill Pay অপশন সিলেক্ট করতে হবে।
  • Step-4: Enter Biller ID এর স্থলে 336 টাইপ করতে হবে।
  • Step-5: Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।
  • Step-6: Enter Amount এর স্থলে 700 দিতে হবে।
  • Step-7: Enter PIN এর স্থলে Customer এর ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং Account এর PIN নম্বর দিতে হবে।
  • Step-8: Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।
DBBL মোবাইল ব্যাংকিং হেল্প লাইন 16216
 হেল্প লাইন
 ০১৭৯৫ ৬৫৫ ৯৯৭ (সকাল ৯ টা থেকে রাত ৮ টা)
 admission@bau.edu.bd

বিস্তারিত সার্কুলারঃ




ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ

নংবিষয়তারিখ ও সময়
১.আবেদন গ্রহণ শুরু ও শেষ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০১৮
২.পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ১৯ অক্টোবর ২০১৮
৩.ওয়েবসাইটে ছবি আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড২০ থেকে ৩১ অক্টোবর ২০১৮
৪.ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ০৫ নভেম্বর ২০১৮
৫.ভর্তি পরীক্ষা১০ নভেম্বর ২০১৮ সকাল ১১:০০ টা থেকে ১২:০০ টা
৬.ফলাফল প্রকাশ১৩ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে
৭.মেধা ও অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদের ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য প্রদান এবং ফরমসমূহ ডাউনলোড১৪ থেকে ২৩ নভেম্বর ২০১৮
৮.কোটায় নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় মূল সনদপত্রসহ স্ব-শরীরে হাজির হওয়া১৮ নভেমবর ২০১৮ সকাল ১০:০০ হতে দুপুর ২:০০ টা
৯.মেধা তালিকাভূক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ২৫ নভেম্বর ২০১৮
১০.মেধা তালিকাভূক্ত প্রার্থীদের ভর্তি২৯ নভেম্বর ২০১৮ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা
১১.অটোমাইগ্রেশন এবং শূন্য আসনের (যদি থাকে) তালিকা প্রকাশ০৩ ডিসেম্বর ২০১৮
১২.অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট০৫ ডিসেম্বর ২০১৮ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা
১৩.রিপোর্টকৃত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ০৫ ডিসেম্বর ২০১৮ রাত ০৮:০০ টা
১৪.নির্বাচিত প্রার্থীদের ভর্তি০৬ ডিসেম্বর ২০১৮ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা
১৫.অটোমাইগ্রেশন এবং শূন্য আসনের (যদি থাকে) তালিকা প্রকাশ১০ ডিসেম্বর ২০১৮
১৬.পূর্বে রিপোর্টকৃত অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট১৯ ডিসেম্বর ২০১৮ সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা
১৭.রিপোর্টকৃত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ১৯ ডিসেম্বর ২০১৮ সন্ধ্যা ০৬:০০ টা
১৮.নির্বাচিত প্রার্থীদের ভর্তি২০ ডিসেম্বর ২০১৮
১৯.কেন্দ্রীয় ওরিয়েন্টেশন৩১ ডিসেম্বর ২০১৮ সকাল ১০:৩০ মিনিট
২০.অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন৩১ ডিসেম্বর ২০১৮ ও ০১ জানুয়ারি ২০১৯ (অনুষদীয় ডীন মহোদয়গণ তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন)

Comments

Post a Comment

Popular posts from this blog

সংলাপ স্থগিত, নতুন কর্মসূচি কালো ব্যাজ ধারণ

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পরিবর্তে ওই দিন কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করা হয়েছে। পরে এর সময়সূচি জানানো হবে। ৩০ ডিসেম্বর ‘ভোট ডাকাতি’ ও ‘প্রহসনের নির্বাচনের’ প্রতিবাদের আগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। মির্জা ফখরুল আরও জানান, আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত শুভেচ্...

40th BCS Circular has been published.

৪০ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলার দেখুনঃ ডাউনলোড করে দেখুন- ক্লিক করুন