ছবি: রয়টার্স |
কমিউনিটি স্যান্ডার্ডস লঙ্ঘন না করলেও কর্তৃপক্ষ চাইলে একই নামে থাকা একাধিক গ্রুপ বা পেজের যে কোনও একটিকে মুছে ফেলতে পারে
পরিসেবায় নতুন দুটি পরিবর্তন আনতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। একটি হলো ফেসবুক পেজ ম্যানেজাররা একটি নতুন ট্যাবে তাদের পেজ থেকে একটি নতুন ট্যাবে প্রবেশ করতে পারবেন যেখান থেকে দেখা যাবে তাদের পেজ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সরানো কন্টেন্টগুলোর তালিকা। দ্বিতীয় পরিবর্তনটি হলো ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় কনটেন্ট জমা হওয়ার পরিমাণ কমাতে তাদের থ্রেশহোল্ড কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। সেক্ষেত্রে মুছে যেতে পারে অপ্রাসঙ্গিক পেজ ও গ্রুপ।
এক ব্লগপোস্ট এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।
ফেসবুকের কোনও পেজ ও গ্রুপকে প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার জন্য তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস লঙ্ঘন হয়েছে কিনা তা যাচাইয়ের অপেক্ষায় থাকবে না। বরং তাদের সার্ভারগুলোতে কী ধরনের কনটেন্ট থাকতে পারবে আর কী থাকতে পারবে না তা নির্দিষ্ট করে দেওয়া হবে।
এই যেমন, কমিউনিটি স্যান্ডার্ডস লঙ্ঘন না করলেও কর্তৃপক্ষ চাইলে একই নামে থাকা একাধিক গ্রুপ বা পেজের যে কোনও একটিকে কমিউনিটি স্যান্ডার্ডস লঙ্ঘনের দায়ে মুছে ফেলতে পারে। সেক্ষেত্রে তারা নীতিমালা লঙ্ঘন না করলেও নতুন নিয়মের আওতায় হারিয়ে যেতে পারে ফেসবুকের নীল-সাদা দুনিয়া থেকে।
Comments
Post a Comment