শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি |
চলতি এসএসসি পরীক্ষায় শনিবার প্রথম দিন বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ আসে। এতে পরীক্ষার্থী ও অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেন।
"প্রশ্নপত্র ফাঁস বন্ধে রয়েছে কঠোর নজরদারি। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে", বলেন শিক্ষামন্ত্রী।
রবিবার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. দিপু মনি বলেন, "প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে"।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পরীক্ষা শুরুর এক ঘন্টা পর কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে চাইলে প্রশ্নপত্র রেখে বের হতে হবে। মূলত, পরীক্ষা শুরুর পর অনলাইনে প্রশ্নপত্র ছড়িয়ে পড়া বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে"।
এ সময় প্রশ্নফাঁস বন্ধে মিডিয়া ও অভিভাবকদের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী।
Comments
Post a Comment